দৈনিক শায়েস্তাগঞ্জ ডেস্ক :
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় সার্বজনীন পেনশন কার্যক্রমের নিবন্ধন ও প্রচারনা সংক্রান্ত অবহিতকরণ বুথ উদ্বোধন করা হয়েছে।
২ এপ্রিল মঙ্গলবার দুপুর ১১টায় এ কার্যক্রমের উদ্বোধন করেন শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফারাজানা আক্তার মিতা।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভুমি) নাহিদ ভুইয়া, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুর রকির, মেম্বার মোঃ আব্দুল আমিন দুলাল প্রমুখ।
নিবন্ধনের বুথ উদ্বোধনের পর রেখা রানী ঘোষ প্রথম সার্বজনীন পেনশন কার্যক্রমের নিবন্ধন করেন।
এই বুথে সার্বজনীন পেনশন কার্যক্রমের সকল ধরনের সুবিধা সম্পর্কে ধারনা ও রেজিষ্ট্রেশন কার্যক্রম প্রদান করা হবে।
উল্লেখ্য, সার্বজনীন পেনশন স্কিমে ১৮ থেকে ৫০ বছর বয়সী সকল বাংলাদেশি নাগরিক অংশ নিতে পারবেন। তবে বিশেষ বিবেচনায় পঞ্চাশোর্ধ নাগরিকগনও ১০ বছর নিরবচ্ছিন্ন জমা প্রদান করলে আজীবন পেনশন সুবিধা পাবেন।