লাখাই প্রতিনিধি :
হবিগঞ্জের লাখাই উপজেলার স্বজন গ্রামে ধানের খলা নিয়ে বিরুধের জের ধরে দুদলের সংঘর্ষে মহিলাসহ ১৫ জন আহত হয়েছে।
আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে প্রেরন করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় উপজেলার লাখাই ইউনিয়নের স্বজন গ্রামের রুকন মিয়ার সাথে একই গ্রামের রাজ্জাক মিয়ার মধ্যে ধানের খলা নিয়ে বিরোধ এর জের ধরে রবিবার (৩১ মার্চ) বিকাল ৩ ঘটিকায় সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে উভয় পক্ষের মহিলা সহ ১৫ জন আহত হয়। আহতরা হলেন রুকন মিয়া(৫০), রাজ্জাক মিয়া(৬০),শান্তনা আক্তার (১৫), আফিয়া খাতুন (৫০), সাদিক মিয়া(৬০), হাফসা বেগম(১৬), মোঃ সফিল মিয়া(৩৫), মিরজান (২৮), সানজিদা বেগম (১৯)।
আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে প্রেরন করা হয়েছে বলে জানা যায়।বিষয়ে লাখাই স্বজনগ্রাম তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক ( এস,আই) ভজন দাস এর সাথে আলাপকালে জানান রাস্তার পাশে ধানের খলা সমান করাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।