বিদ্যুত, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের আওতায় এবং বিদ্যুত বিভাগের সহায়তায় স্কাউটদের মাধ্যমে বিদ্যুত সাশ্রয়ী হওয়ার লক্ষ্যে শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজে অনুষ্ঠিত হচ্ছে বিদ্যুত ক্যাম্প। ১৮ থেকে ২১ ডিসেম্বর ক্যাম্পে হবিগঞ্জ জেলার বিভিন্ন কলেজ ও মাদ্রাসার রোভার/গার্ল-ইন-রোভার অংশগ্রহণ করেন। একটানা চারদিনের বিদ্যুত ক্যাম্প এবং শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের দিনব্যাপী দীক্ষা অনুষ্ঠান পরিদর্শন করেন বাংলাদেশ স্কাউটস্ রোভার অঞ্চলের সম্পাদক মোঃ মনিরুজ্জামান ও যুগ্ম সম্পাদক মোঃ সেলিম চৌধুরী। ক্যাম্প পরিচালনা করেন কোর্স লিডার অধ্যাপক ফিরুজুল আলম চৌধুরী। সার্বিক তত্ত্বাবধানে রয়েছে বাংলাদেশ স্কাউটস্ হবিগঞ্জ জেলা রোভার। ক্যাম্পটি আজ মহাতাবু জলসার মাধ্যমে শেষ হবে। বিজ্ঞপ্তি