বানিয়াচং প্রতিনিধি :
বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিদের নিয়ে ইফতার মাহফিল করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বানিয়াচং ইসলামি নাগরিক ফোরাম। গতকাল শুক্রবার গ্যানিংগঞ্জ বাজারস্থ অস্থায়ী কার্যালয়ে ফোরামের সভাপতি অ্যাডভোকেট মাওলানা শেখ শুয়াইব আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আবুল কাশেম এর সঞ্চালণায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা কাজী মুফতি আতাউর রহমান, উপদেষ্টা মাওলানা আব্দুল জলিল ইউসুফী, মাওলানা আব্দুল অলি, নির্বাহী সভাপতি মাওলানা শায়খ সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোঃ মঞ্জিল মিয়া, ভাইস চেয়ারম্যান প্রার্থী আশরাফ হোসেন খান সুমন, গ্যানিংগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ পরিষদের সদস্য সচিব মতিউর রহমান মতি, শেখ আবুল মনসুর তুহিন, সহ-সভাপতি হাফেজ মাওলানা শাহ খলিল আহমদ, মাওলানা আফরোজ আল হাবিব ও সাংবাদিক শিব্বির আহমদ আরজু, যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ সুহাইল আহমদ, মামুন আহমেদ, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা জহির উদ্দিন সোহেল, কোষাধ্যক্ষ হাফেজ আখলাকুর রহমান খান পিয়ার, দেওয়ান শোয়েব রাজা, মোজাম্মিল হোসেন, মোঃ নাজমুল হোসেন, প্রভাষক লিলু আহমেদ, ইমরান চৌধুরী, মাওলানা জমীর আলী সাইফুল্লাহ প্রমুখ।
পরে দেশও জাতির কল্যাণ কামনায় মোনাজাত পরিবেশন করেন গ্যানিংগঞ্জ বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল মান্নান।