লাখাই প্রতিনিধি :
হবিগঞ্জের লাখাই প্রেসক্লাব এর উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাথপর্য শীর্ষক আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ মার্চ) বিকেলে উপজেলার বুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লাখাই প্রেসক্লাব এর উদ্যোগে মাহে রমজান এর তাথপর্য শীর্ষক আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল প্রেস ক্লাব এর সভাপতি এডভোকেট মোঃ আলী নোয়াজ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ বাহার উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলার ৬ নম্বর বুল্লা ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান ও উপজেলা আওয়ামিলীগ এর সাংগঠনিক সম্পাদক এডভোকেট খোকন চন্দ্র গোপ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফয়জুন্নেসা বেগম, বুল্লাবাজার ব্যকস এর সভাপতি আশিক আহমেদ রাজিব।
শুরুতে পবিত্র কোরআান থেকে তেলওয়াত করেন মাওলানা তাফাজ্জল হক।
আলোচনায় অংশ নেন বুল্লাবাজার ব্যকস এর সাধারণ সম্পাদক জুনাইদ চৌধুরী, সহসভাপতি আব্দুল হান্নান,আশিষ দাসগুপ্ত, মহিউদ্দিন আহমেদ রিপন, আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক বিল্লাল আহমেদ, যুগ্ম সম্পাদক আলী আহমেদ, অর্থ সম্পাদক ছায়েদুর রহমান,নির্বাহী সদস্য নোমান মোল্লা,তৌহিদ মোল্লা, সুশীল চন্দ্র দাস, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ইয়াকুব হাসান অন্তর, প্রচার সম্পাদক কামরুল হাসান সুজন, আকিব শাহরিয়ার প্রমূখ।
দোয়া মাহফিল এ মোনাজাত পরিচালনা করেন প্রেসক্লাব এর সহসভাপতি মাওলানা জালাল আহমেদ।