বাহার উদ্দিন, লাখাই থেকে :
২৫ মার্চ গণহত্যা দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে হবিগঞ্জের লাখাই উপজেলা প্রশাসন এর আয়োজনে আয়োজিত আলোচনা সভা উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) নাহিদা সুলতানা এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সোমবার (২৫ মার্চ) দুপুর বেলা উপজেলা পরিষদ সভাকক্ষে সহকারী কমিশনার( ভূমি) মাসুদুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম।
শুরুতে পবিত্র কোরআান থেকে তেলওয়াত করেন এম,এ,ওয়াহেদ,পবিত্র গীতা থেকে পাঠ করেন কেশব চন্দ্র রায়।
সভায় আলোচনায় অংশ নেন বীরমুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়, বীরমুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, আনসার ও ভিডিপি কর্মকর্তা আব্দুল মোতালেব, মাধ্যমিক শিক্ষা দপ্তরের একাডেমিক সুপারভাইজার জান্নাতুন নাহার লিজা, লাখাই প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক মোঃ বাহার উদ্দিন, লাখাই উপজেলা প্রেসক্লাব এর সভাপতি মোঃ আবুল কাসেম প্রমুখ।