স্টাফ রিপোর্টার :
হবিগঞ্জের মাধবপুরে ঝড়ে রেললাইনের উপর গাছ পড়ে ঢাকা-সিলেট রেলপথ ৩০ মিনিট সময় ধরে বন্ধ ছিল।
গতকাল শনিবার রাত ৮টা ৪০ মিনিট থেকে ৯টা বেজে ১০ মিনিট পর্যন্ত এ ঘটনা ঘটে বলে জেলার শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের মাস্টার (গ্রেড-৪) গৌর প্রসাদ দাশ এ তথ্য জানান। পরে ট্রেনের উদ্ধারকর্মীরা রেললাইন থেকে গাছ সরালে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
পারাবত ট্রেন ঢাকার দিকে ছেড়ে যায়। এর আগে রাত ৯টার দিকে মাধবপুর উপজেলায় মনতলা ও হরষপুর এলাকায় ঝড়ে সাতটি গাছ বিধ্বস্ত হয়ে ঢাকা-সিলেট রেলপথের উপরে পড়ে যায়। ফলে সিলেট থেকে ঢাকাগামী পারাবত এক্সপ্রেস মনতলা স্টেশনে ৩০ মিনিট সময় ধরে আটকা থাকে। তবে এছাড়া আর কোনো ট্রেনের শিডিউলে বিপর্যয় ঘটেনি।
গৌর প্রসাদ দাশ বলেন, রেলওয়ের প্রকৌশল বিভাগ বিধ্বস্ত হওয়া গাছগুলো ৩০ মিনিটের মধ্যেই অপসারণ করে নেয়। পারাবত এক্সপ্রেস ততক্ষণ মনতলায় আটকা ছিল। এরপর ঢাকা-সিলেট রেলপথে স্বাভাবিক হয়ে যায়।