নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জের ধুলিয়াখাল বাইপাস সড়কে যাত্রীবাহী বাস উল্টে মহিলাসহ কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন ।
রবিবার দুপুরে এ ঘটনা ঘটে।
মাধবপুর থেকে হবিগঞ্জগামী একটি লোকাল বাস (নং চট্রমেট্রো জ-৩১৩) অতিরিক্ত যাত্রী নিয়ে রওয়ানা দেয়। বাসটি ওই সড়কের আনন্দপুর, কবির কলেজের সামনে পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পরে যায়। এতে উল্লেখিত যাত্রী আহত হয়।
গুরুত্বর আহত অবস্থায় আব্দুল হান্নান, মোস্তাফা মিয়া, নবীর হোসেন, ধীরেন্দ্র গোপ, নিবাস দত্ত, ছায়া বেগম, শফিক মিয়া, আব্দুল নুর, জয়ধন বালা, গোলাম নবী, লোকমান মিয়া, গফ্ফার মিয়া, ইকবাল হোসেন, জহুল আলী, শফিক মিয়া, ফজল মিয়া, শরিফুন নেসা, তাজুল ইসলাম ও হাফিজুল ইসলামকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পরে চালক ও হেলপার পালিয়ে গেছে।