নিজস্ব প্রতিবেদক :
শায়েস্তাগঞ্জ উপজেলার ইন্ডাস্ট্রিয়াল এলাকার নিরাপত্তা ব্যবস্থা ও আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শ্রমিকদের বেতনভাতাদি সংক্রান্ত বিষয় নিয়ে সরেজমিনে পরিদর্শন করেন হবিগঞ্জের পুলিশ সুপার আক্তার হোসেন।
শনিবার( ২৩ মার্চ) পুলিশ সুপার আক্তার হোসেন বিপিএম-সেবা জেলার শায়েস্তাগঞ্জ থানাধীন হবিগঞ্জ ইন্ডাষ্ট্রিয়াল পার্ক (প্রান আর এফ এল) ও স্কয়ার ডেনিমস লিমিটেড পরিদর্শন করেন।
এ সময় পুলিশ সুপার কোম্পানী গুলোর নিরাপত্তা ব্যবস্থা ও আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কর্মরত শ্রমিকদের বেতনভাতাদি যাতে নিয়ম মাফিক দেয়া হয় এ বিষয়ে অনুরোধ করেন।
পরির্দশনের সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হাসিবুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস)মোঃ শামসুল হক,শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোবারক হোসেন ভুঁইয়া, জেলা গোয়েন্দা শাখা অফিসার ইনচার্জ মোঃ নূর হোসেন মামুন প্রমুখ।
এসময় হবিগঞ্জ ইন্ডাষ্ট্রিয়াল পার্ক (প্রান আর এফ এল) ও স্কয়ার ডেনিমস লিমিটেড এর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।