শিব্বির আহমদ আরজু, বানিয়াচং থেকে :
হবিগঞ্জের জেলা প্রশাসক মোছাঃ জিলুফা সুলতানা বলেছেন, বানিয়াচং হচ্ছে পৃথিবীর বৃহত্তম গ্রাম।
এ গ্রামের ঐতিহ্য সুপ্রাচীন। কিন্তু দুঃখজনক হলেও সত্য এখনও ঠুনকো বিষয় নিয়ে গ্রাম্য দাঙ্গায় মানুষ হতাহত হচ্ছে। যা অত্যন্ত পীড়াদায়ক বিষয়। এ ক্ষেত্রে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধিসহ সকল শ্রেণিপেশার ব্যক্তিদের এগিয়ে আসতে হবে।
গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে সম্মেলন কক্ষে উপজেলায় কর্মরত কর্মকর্তা, রাজনীতিবিদ, বীরমুক্তিযোদ্ধা, স্থানীয় সরকারের প্রতিনিধিবৃন্দ, সুশীল সমাজ, সাংবাদিক, নাগরিক সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গ সংগঠনের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, অনেকে ভাবেন কাজ করতে টাকা লাগে। সদিচ্ছা থাকলে টাকা কোন বিষয় নয়। চাই প্রবল ইচ্ছা শক্তি। আর যারা অবলীলায় পাহাড় কাটেন,নদী-নালা ভরাট করছেন তারা দেশের শত্রু। দেশ হচ্ছে মায়ের মতো। আমি যখন কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়ি, তখন লাল-সবুজের পতাকার দিকে তাকাই, তখন মনটা ভালো হয়ে যায়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন মাস্টার, অফিসার ইনচার্জ (ওসি) মো. দেলোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান ধন মিয়া, শেখ সামছুল হক, মিজানুর রহমান খান, আব্দুল আহাদ মিয়া, মঞ্জুু কুমার দাস, অধ্যক্ষ স্বপন কুমার দাশ, বিপুল ভূষণ রায়, বীর মুক্তিযোদ্ধা মোঃ মঞ্জিল মিয়া, কাজল চ্যাটাজী কাজল, মোঃ এরশাদ আলী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ এনামুল হক, উপজেলা প্রকৌশলী মিনারুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা কবিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাস, বানিয়াচং বানিয়াচং মডেল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু, বর্তমান সাধারণ সম্পাদক মোঃ আব্দাল মিয়া ও সাংবাদিক শেখ নুরুল ইসলাম প্রমুখ।
পরে জেলা প্রশাসক বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।