স্টাফ রিপোর্টার :
হবিগঞ্জের মাধবপুরে ২৩০ টাকায় কেনা তরমুজ ৫৫০ টাকায় বিক্রির অভিযোগে দুই তরমুজ দোকানিকে জরিমানা করা হয়েছে।
গতকাল মঙ্গলবার হবিগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর সহকারী পরিচালক দেবানন্দ সিনহার নেতৃত্বে পরিচালিত অভিযানে এ জরিমানা আদায় করা হয়।
সহকারী পরিচালক দেবানন্দ সিনহা জানান, অভিযানকালে ২৩০ টাকায় কেনা তরমুজ ৫৫০ টাকায় বিক্রির অভিযোগে আজিদ মিয়ার তরমুজের দোকান কে ৩ হাজার টাকা, মামুন মিয়ার তরমুজের দোকানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও পেয়াজের মুল্য তালিকা না থাকায় মেসার্স লক্ষী নারায়ন ভান্ডারকে ২০ হাজার টাকা এবং নকল ফেভিকল বিক্রয়ের দায়ে মেসার্স নিতাই ট্রেড ইন্টারন্যাশনাল কে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সহায়তা করেন মাধবপুর থানা পুলিশ।