শেখ মোঃ আলমগীর :
বাংলাদেশ মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বানিয়াচং উপজেলা শাখার উপদেষ্টা ও সিলেট বিভাগীয় শ্রেষ্ঠ ইমাম মাওলানা আফরোজ মিয়া (৬৭) এর মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা আবু তৈয়্যব মোজাহিদী,
সাধারণ সম্পাদক মাওলানা তাফাজ্জুল হক, বানিয়াচং শাখার সভাপতি হাফেজ সাইদুর রহমান খান ও সাধারণ সম্পাদক হাফেজ শিব্বির আহমদ আরজু।
নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
উল্লেখ্য, শনিবার দিবাগত রাত সাড়ে ১২টায় হবিগঞ্জ সদর হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। তাঁর বাড়ি বানিয়াচং উপজেলার তাজপুর গ্রামে। তিনি ইসলামিক ফাউন্ডেশন এর কোরআন শিক্ষা কেন্দ্রের শিক্ষক ছিলেন।