সংবাদদাতা : মাধবপুর উপজেলার শাহজিবাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। শনিবার রাত ৯টায় শাহজিবাজারের তাজপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় ফতেহগাজী মেলায় মাধবপুর উপজেলার তাজপুর গ্রামের মহরম আলীর ছেলে দুবাই প্রবাসী ফারুক মিয়ার সাথে একই গ্রামের রশিদ মিয়ার তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রশিদ মিয়া ক্ষিপ্ত হয়ে তার ভাই মস্তু মিয়াসহ ৭/৮ জন মিলে ফারুক মিয়ার উপর হামলা চালায়। এতে ফারুক মিয়া (৪০) আহত হয়। পরে রাত ৯টার দিকে রশিদ ও তার লোকজন ফারুক মিয়ার বাড়িতে গিয়ে হামলা চালায়। বাড়িতে ফারুককে খুঁজে না পেয়ে তার ঘর ভাংচুর করে। পরে তার বৃদ্ধ মা জয়নুল বানুকে (৭০) লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এ সময় ঘরে থাকা অন্যান্য মহিলারা পালিয়ে আত্মরক্ষা করেন। হাসপাতালে চিকিৎসাধীন ফারুক মিয়া জানান, দুর্বৃত্তরা মোবাইল, টর্চলাইট, স্বর্ণালঙ্কার ও বাড়ি তৈরির জন্য ঘরে রাখা ৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।