বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি :
হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪টি ব্যবসা-প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতি হবেছে জানিয়েছেন ব্যবসায়ী নেতৃবৃন্দ। পবিত্র রমজান মাসের এই বাজারে আকষ্মিক অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে চলছে আহাজারী।
শুক্রবার ( ১৫ মার্চ) দুপুর পৌনে দুইটার দিকে জুম্মার নামাজ শেষ হওয়ার মূহুর্তে এই অগ্নিকাণ্ডের ঘটনা শুরু হয় এবং ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দীর্ঘ দুই ঘন্টা প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডের ফলে পুরাতন ঢাকা সিলেট মহাসড়কে দুই ঘন্টারও অধিক সময় যানবাহন চলাচল বন্ধ ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, জুম্মার নামাজ শেষ হওয়ার মূহুর্তে একটি মিষ্টি দোকানের টিনের চালে আগুনের লেলিহান শিখা দেখতে পান। কিছু বুঝার আগেই আগুন আশেপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় অর্ধ ঘন্টা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। কিন্তু পর্যাপ্ত পানি না থাকায় আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে হবিগঞ্জ ও বাহুবল থেকে আরও দুই ইউনিট ঘটনাস্তলে পৌঁছে বেলা তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। উক্ত অগ্নিকান্ডে মিষ্টির ফলের দোকান, সেলুন, বিরিয়ানি হাউজ, স্টেশনারি দোকান সহ ১৪টি সম্পুর্ন ভষ্মিভুত হয়েছে বলে জানিয়েছেন ব্যবসা সমিতির সাধারণ সম্পাদক তারা মিয়া।
খবর পেয়ে বাহুবল- নবীগঞ্জ সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আবুল খায়ের, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেন।