বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের বানিয়াচংয়ে বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২৪ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
শুক্রবার (১৫ মার্চ) সকাল সাড়ে ১০টায় র্যালিও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাহবুবুর রহমান।
সভায় ভোক্তাদের অধিকার নিয়ে বক্তব্য রাখেন ওসি (তদন্ত) মোঃ আবু হানিফ, উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা হাসান আল মামুন, বীর মুক্তিযোদ্ধা মোঃ মঞ্জিল মিয়া, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু, অ্যাডভোকেট আসাদুজ্জামান খান তুহিন, সাংবাদিক মখলিছ মিয়া ও শেখ মোঃ নুরুল ইসলামসহ বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গ।