এস এইচ টিটু :
শায়েস্তাগঞ্জ উপজেলায় বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে দুই দোকানীকে ৮ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।
বুধবার (১৩ মার্চ) উপজেলার দাউদনগর বাজারে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাহিদ ভূঁইয়া।
অভিযান শেষে তিনি সাংবাদিকদের জানান, ২ জন মাংস ব্যবসায়ী ও ২ জন মুদির দোকানদার কে অতিরিক্ত মূল্যে পন্য বিক্রয় এবং মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন না করায় সর্বমোট ৮,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এসময় তিনি মূল্য তালিকা প্রদর্শন এবং অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয় না করার জন্য অনুরোধ করেন এবং জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে ও জানান।
এসময় জেলা কৃষি বিপনন কর্মকর্তা ও শায়েস্তাগঞ্জ থানা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করেন।