মুহিন শিপনঃ
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় কৃষক কৃষাণীদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ মার্চ) বেলা ১১ টায় শায়েস্তাগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পৌরসভা ব্লকের জগন্নাথপুর গ্রামে উপ-সহকারী কৃষি কর্মকর্তা জোবায়ের আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মশিউর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি কামরুজ্জামান আল রিয়াদ, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ মামুন চৌধুরী, সাংবাদিক মুহিন শিপন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শাহ আলম, মনজুরুল ইসলাম, স্থানীয় কৃষক আব্দুস সালাম, শফি কাইয়ুমসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
উঠান বৈঠকে ২০ জন কৃষক কৃষানীদের মাঝে থাই পেয়ারার চারা, লেবুর চারা, কুমড়া বীজ, ঢেড়শ বীজ, ধনিয়া বীজ, পুষ্টি লিফলেট, পুষ্টি কার্ড ও পুষ্টি প্লেট বিতরন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মশিউর রহমান বলেন, পারিবারিক পুষ্টি বাগানের মাধ্যমে পারিবারিক পুষ্টির চাহিদা পুরনের পাশাপাশি আর্থিকভাবেও লাভবান হওয়া যায়। এসময় তিনি কৃষকদেরকে জৈব বালাইনাশক ব্যবহারের পরামর্শ দেন।