বাহার উদ্দিন :
সিলেটে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট এ তিনদিনব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২ মার্চ) সকাল ১০ টায় সিলেট মহানগরীর খাদিম নগরস্থ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট এর প্রশিক্ষণ হলে ৩ দিনব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান সিলেট অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপপরিচালক খায়ের উদ্দিন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট এর অধ্যক্ষ খান মোহাম্মদ ওবায়দুর রহমান, বিশেষ অতিথি ছিলেন সিলেট কৃষি বিশ্ব বিদ্যালয় এর অধ্যাপক শহীদুল ইসলাম, ফ্রীপ প্রকল্পের সহকারী পরিচালক ডক্টর হুমায়ুন কবির।
সিলেট অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর বাস্তবায়নাধীন সরকারের ফ্রীপ প্রকল্পের আওতায় আয়োজিত প্রশিক্ষণে হবিগঞ্জ জেলা ও সিলেট জেলার ৪০ জন উদ্যোক্তা কৃষক অংশ নেন।
প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন কৃষি বিপনন অধিদপ্তর সিলেট এর সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হুমায়ুন কবির, এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা এম,এইচ,বোরহান উদ্দিন ভূইয়া।
প্রশিক্ষণার্থীদের মধ্যে আলোচনায় অংশ নেন হবিগঞ্জের লাখাই উপজেলা থেকে মোঃ বাহার উদ্দিন ও সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার কৃষক ফয়েজ উদ্দিন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন খাদ্য নিরাপত্তা অর্জনে উদ্যোক্তা কৃষকেরর বিকল্প নেই। আমাদের তেল ও মসলাজাতীয় ফসলসহ যে সকল পন্যে ঘাটতি রয়েছে সে ঘাটতি কাটিয়ে উঠতে নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি করতে সহযোগিতা করে যাচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।