দৈনিক শায়েস্তাগঞ্জ ডেস্ক :
ঐতিহাসিক ৭ই মার্চ দিবস শায়েস্তাগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতি সভা উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
২ মার্চ শনিবার দুপুরে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার মিতার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা আক্তার,শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ ( ওসি)মোবারক হোসেন ভূঁইয়া, মুক্তিযোদ্ধা সুনীল কুমার দেবরায়, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুর রকিব, সাধারণ সম্পাদক মইনুল হাসান রতন রিপোর্টার্স ক্লাবের সভাপতি মামুন চৌধুরী, বিশিষ্ট সাংবাদিক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, উপজেলা কৃষি অফিসার মশিউর রহমান, উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ ওসমান গনি, ফরেস্ট রেঞ্জার রামকৃষ্ণ ঘোষ, শায়েস্তাগঞ্জ উপজেলার বিভিন্ন অফিসের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন সহ অনান্য নেতৃবৃন্দ।
সভায় ঐতিহাসিক ৭ই মার্চ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে কমিটি গঠন ও বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।