স্টাফ রিপোর্টার :
হবিগঞ্জে নানা আয়োজনে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে জেলা মহিলা আওয়ামী লীগ।
পরে টাউন হল রোডস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে জেলা মহিলা আওয়ামী লীগ সহ সভাপতি ইসমত আরা জলি সভাপতিত্ব করেন ও সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আলেয়া আক্তার।
বক্তারা বলেন, “আমরা আমি বিশ্বাস করি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেধা, পরিশ্রম, ত্যাগ ও দক্ষতায় বাংলাদেশ সোনার বাংলায় পরিণত হবে। হবিগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগ সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে কাজ করে যাচ্ছে।”
আলোচনা সভায় হবিগঞ্জ জেলা, উপজেলা ও পৌর মহিলা আওয়ামী লীগ এবং যুব মহিলা লীগের নেতাকর্মী বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন।