এফ আর হারিছ, বাহুবল থেকে :
হবিগঞ্জের বাহুবলে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় যুবক নিহত হয়েছে।
ঘটনাটি ঘটেছে গতকাল সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের উপজেলার পুটিজুরী ডাক বাংলা নামক স্থানে।
জানা যায়, ওই সময় পুটিজুরী থেকে মিরপুরগামী পিকআপ ( ঢাকা মেট্রো ন- ১৫-০৯০২) মোটর সাইকেল আরোহী ভাটপাড়া ( গাজীপুর) গ্রামের মোঃ হারিছ মিয়ার পুত্র মোহাম্মদ জয়নাল মিয়া (৩৫) চাপা দিলে তাৎক্ষনিক স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। ঘাতক পিকআপটি শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ উদ্ধার করে নিয়ে যায়।