দৈনিক শায়েস্তাগঞ্জ ডেস্ক :
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টায় শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা আক্তার মিতার সভাপতিত্বে ও জাইকার প্রতিনিধি নিশিত বরনের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মুক্তার আক্তার, নুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিববিয়া চৌধুরী বেলাল।
এতে বক্তব্য রাখেন জেলা পরিষদের সাবেক সদস্য আব্দুল্লাহ সরদার, প্রবীন আওয়ামীলীগ নেতা শেখ মুজিবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মশিউর রহমান, সিনিয়র সাংবাদিক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, প্রেসক্লাবের সাধারন সম্পাদক মঈনুল হাসান রতন, উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি কামরুজ্জামান আল রিয়াদ, রিপোটার্স ক্লাবের সভাপতি মোঃ মামুন চৌধুরী প্রমুখ।পরে পরিসংখ্যান দিবসের আলোচনা সভাও অনু্ষ্ঠিত হয়।
এ দিবসটি উপলক্ষে শায়েস্তাগঞ্জ পৌর শহরের বিভিন্ন এলাকায় পরিষ্কার – পরিচ্ছন্নতা অভিযান ও র্যালী অনুষ্ঠিত হয়।