নিজস্ব প্রতিবেদক :
‘স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার’ এ প্রতিপাদ্য কে সামনে রেখে হবিগঞ্জে জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৪ উদযাপন করা হয়েছে।
২৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) জেলা প্রশাসনের সভাকক্ষে উপপরিচালক ( অতিরিক্ত দায়িত্ব), স্থানীয় সরকার হবিগঞ্জের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোছা: জিলুফা সুলতানা।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন – জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম, সিভিল সার্জন ডা: মোহাম্মদ নুরুল হক,হবিগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আতাউর রহমান সেলিম সহ অন্যান্য অতিথিবৃন্দ।
দিবসটি উপলক্ষে শহরের বিভিন্ন এলাকায় পরিষ্কার – পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপন অভিযান, প্রধান প্রধান সড়কে র্যালী, র্যালী শেষে জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।