স্টাফ রিপোর্টার :
অনুমোদনহীনভাবে ব্যাবসা পরিচালনা ও অস্বাস্থকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের অপরাধে হবিগঞ্জ শহরে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে আড়াই লক্ষ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
২৫ ফেব্রুয়ারি (রবিবার) এ বিশেষ অভিযান পরিচালনা করে জরিমানা করেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা।
জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ শাকিব হোসাইন জানান, নিয়মিত মনিটরিং এর অংশ হিসেবে হবিগঞ্জ শহরে অভিযান করা হয়। এসময় শহরের বাইপাস সড়কের কামড়াপুর এলাকায় অনুমোদনহীনভাবে ব্যাবসা পরিচালনা ও অস্বাস্থকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের অপরাধে বিসমিল্লাহ বেকারীকে দেড় লক্ষ টাকা জরিমানা করা হয়।
এছাড়া অস্বাস্থকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের অপরাধে আনোয়ারপুর এলাকায় জয়দীপ মিষ্টান্ন ভান্ডারকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়। এর বাইরেও বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে খাদ্য উৎপাদনের ক্ষেত্রে সরকারী নির্দেশনা অনুসরণ করার জন্য মৌখিকভাবে সর্তক করা হয়েছে। অভিযানকালে নিরাপদ খাদ্য পরিদর্শক ফরিদা ইয়াসমিন ও সদর মডেল থানার একদল পুলিশ সদস্য সহায়তা প্রদান করে।