শেখ মোঃ হারুনুর রশিদ :
হবিগঞ্জের চুনারুঘাটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোঃ ফরিদ মিয়া(৩৬) নামের এক দুবাই প্রবাসীর মৃত্যু হয়েছে।নিহত ফরিদ মিয়া রাণীগাঁও ইউনিয়নের চৌধুরী গাঁও গ্রামের মৃত আব্দুল গণির পুত্র।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,শনিবার(২৪ ফেব্রুয়ারী)রাত প্রায় ৭টায় প্রবাসী ফরিদ মিয়া চুনারুঘাট থেকে মোটরসাইকেল(মৌলভীবাজার-ল-১১২০৫২) যোগে রাণীগাঁও অভিমুখে রওয়ানা দিয়ে পীরেরগাঁও এলাকায় গেলে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশার(হবিগঞ্জ-থ ১১-০৪১৩)মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ফরিদ মিয়া মারা যান।
স্থানীয়সূত্রে জানা যায়,পীরের গাঁও গ্রামের সিএনজি চালক মকসুদ আলী(৬০)মিরপুর তার আত্মীয় বাড়ি থেকে যাত্রী নিয়ে বাড়ি ফেরার পথে চুনারুঘাট-সাটিয়াজুরী মেইন রাস্তা মুন্সী বাড়ি গেইট দিয়ে প্রবেশের মুহুর্তে মোটরসাইকেলের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়।এসময় ফরিদ মিয়া মারা যান।খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান।পরে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়।এব্যাপারে চুনারুঘাট থানার ইন্সপেক্টর (তদন্ত)প্রজিত কুমার দাশ বলেন,নিহতের লাশ সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।
দুর্ঘটনায় গুরুতর আহতাবস্থায় সিএনজি চালক মকসুদ আলী ও তার মেয়ে রুনা আক্তার(২৫),রাণীগাঁও গ্রামের আলতা মিয়ার ছেলে কাওছার মিয়া(২৫) ও বাহুবল উপজেলার মিরপুর এলাকার নানু মিয়ার মেয়ে জান্নাত আক্তার(১০)কে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।