স্টাফ রিপোর্টার ॥
মহান শহীদ দিবস ও আন্তর্জাতক মাতৃ ভাষা দিবস উপলক্ষ্যে হবিগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবু হাসিব খান চৌধুরী পাবেল এর নেতৃত্বে শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলী অর্পন করেছেন হবিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দ। নিমতলা কালেক্টরেট প্রাঙ্গণে হবিগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে এই শ্রদ্ধাঞ্জলী অপর্ন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, চৌধুরী মোঃ ফরিয়াদ, সাবেক সাধারণ সম্পাদক নির্মল ভট্টাচার্য্য রিংকু, শাহ্ ফখরুজ্জামান, রাশেদ আহমেদ খান, নির্বাহী সদস্য আলমগীর খান, যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন আহমেদ চৌধুরী, কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম কোহিনুর, দপ্তর ও প্রকাশনা সম্পাদক মোঃ কাউছার আহমেদ, ক্লাব সদস্য নুরুল হক কবির, মঈন উদ্দিন আহমেদ, এসএম সুরুজ আলী, জাকির চৌধুরী, আজহারুল ইসলাম চৌধুরী মুরাদ, নায়েব হোসাইন প্রমূখ।