নিজস্ব প্রতিবেদক :
মহান একুশে এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে রাত ১২টা ১মিনিটে শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে স্থাপিত শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নূরপুর গ্রামের সাধারন মানুষ।
এসময় উপস্থিত ছিলেন, নূরপুর ইউনিয়নের চেয়ারম্যান ও নূরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য সাংবাদিক এস এইচ টিটু, ইউপি সদস্য মোঃ ফজলুল করিম, মোবারক হোসেন পিন্টু, বিশিষ্ট মুরুব্বি আরিফ হোসেন খোকন, আব্দুল মন্নাফ, আব্দুল লতিফ।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন – শিক্ষক মঞ্জুর এলাহি,
ফরহাদ মিয়া,শোভন,জয়,জাহাঙ্গীর মিয়া,রুবেল মিয়া,উজ্জ্বল সহ আরো অনেকেই।
এদিকে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে রাত ১২টা ১মিনিটে শায়েস্তাগঞ্জ উপজেলার বিভিন্ন শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন সর্বস্তরের মানুষ।