প্রেস বিজ্ঞপ্তি :
রোটারী ক্লাব অব হবিগঞ্জের উদ্যোগে গত শুক্রবার আমির চান কমপ্লেক্সে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন রোটারী ক্লাব অব হবিগঞ্জের প্রেসিডেন্ট আব্দুল আউয়াল তালুকদার।
উৎসবে রোটারিয়ানদের পরিবারের সদস্যরা বাসা থেকে পিঠা তৈরী করে এনে উপস্থিত অতিথিদের পিঠা দিয়ে আপ্যায়ন করেন।
এতে আরও উপস্থিত ছিলেন, রোটারিয়ান পিপি পূন্যব্রত চৌধুরী বিভু, রোটারিয়ান শওকত আরা চৌধুরী, রোটারিয়ান আইপিপি প্রফেসর ইলিয়াছ বখত চৌধুরী জালাল, পিপি ফনীভূষণ দাশ, পিপি ফরিদ উদ্দিন আহমেদ, পিপি রোজাউল মোহিত খান, পিপি মিজানুর রহমান, পিপি সুদ্বীপ কুমার দাশ, পিপি প্রদীপ দাশ সাগর, রোটারিয়ান ডাঃ আশিকুল মোহিত খান, রোটরিয়ান প্রশান্ত কুমার দাশ, রোটারিয়ান সুধাংশু সূত্রধর, রোটরিয়ান অঞ্জন রায়, রোটরিয়ান চাদনী আক্তার, রোটারিয়ান শাহীন, রোটারিয়ান অ্যাডভোকেট তাহমিনা খান, রোটারিয়ান কনক জ্যোতি সেন, রোটারিয়ান শুভজিত, রোটারিয়ান আবুল কাশেম, রোটারিয়ান এসএম মহসিন চৌধুরী, রোটারিয়ান পিপি ফজলুর রহমান লেবু ও ক্লাব সেক্রেটারী সৈয়দ মহিদুল হাসান। অনুষ্ঠানে সুরবিতানের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে।