রায়হান আহমেদ, হবিগঞ্জ :
হবিগঞ্জের চুনারুঘাটে বধ্যভূমির জায়গা জুড়ে সিএনজি অটোরিকশা রাখায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের ব্যক্তিবর্গ। তারা মনে করছেন, এসব কর্মকাণ্ড করে স্বয়ং মুক্তিযুদ্ধের স্মৃতিকে অপমান করা হচ্ছে অবলীলায়।
সরকার যেখানে সারাদেশে বধ্যভূমি সংরক্ষণ করার উদ্যোগ নিয়েছেন, সেখানে স্বাধীনতার ৫২ বছরেও চুনারুঘাট পৌর শহরে অবস্থিত স্বাধীনতার স্মৃতি বিজড়িত বধ্যভূমি সংরক্ষণের কাঙ্ক্ষিত কোনো উদ্যোগ নেয়া হয়নি। এ বধ্যভূমি সংরক্ষণে সংসদ সদস্য থেকে শুরু করে স্থানীয় নেতাদের কোনো পদক্ষেপ চোখে পড়েনি। এ কারণে স্মৃতির পাতা থেকে হারাতে বসেছে এ বধ্যভূমির ইতিহাস। ফলে উপজেলার কিছু দুষ্কৃতকারীরা মানতে রাজি নন ওই স্থানে যে বধ্যভূমি রয়েছে।
এ বধ্যভূমির ইতিহাস বিশ্লেষণ করলে জানা যায়, স্বাধীনতা সংগ্রামের সময় চুনারুঘাট পৌর শহরে অবস্থিত পাক হানাদার ইউসুফ খান বাহিনীর একটি ক্যাম্প ছিল। এ বাহিনীর সদস্যরা উপজেলার সীমান্ত অঞ্চলসহ বিভিন্ন স্থানে স্বাধীনতাকামী সাধারণ মানুষকে হত্যা করে বাড়ি ঘরে অগ্নিসংযোগ করে। অনেক মানুষকে হত্যা করে খোয়াই নদীতে ভাসিয়ে দেয় এবং অনেককে পৌর শহরের বর্তমান পুরাতন খোয়াই নদীর তীরে পুঁতে রাখে। ১৯৭১ সালের ৬ ডিসেম্বর চুনারুঘাট উপজেলা পাকবাহিনীর কবল থেকে মুক্ত হয়।
২০১৮ সালে তৎক্ষালীন নির্বাহী কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবি চুনারুঘাট বধ্যভূমি চিহ্নিত ও দখলমুক্ত করে এখানে একটি নামফলক স্থাপন করেন এবং বধ্যভূমির চারপাশে তারের বেড়া নির্মাণ করে একটি সাইনবোর্ড দেন। কিন্তু বর্তমানে সেই সাইনবোর্ডও উদাও হয়ে গেছে।
মুক্তিযোদ্ধারা অনতিবিলম্বে এ বধ্যভূমি দখলমুক্ত ও সংরক্ষণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা রায়হানা দায়সারা উত্তর দিয়ে বলেন, কত অভিযান করবো! সকালে অভিযান করলে বিকেলে দখল হয়ে যায়।
হবিগঞ্জ জেলা প্রকাশক জিলুফা সুলতানা জানান, শিগগিরই বধ্যভূমিটি সংরক্ষণ করা হবে।