বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি :
হবিগঞ্জের বাহুবল উপজেলার গুঙ্গিয়াজুরি হাওরে পানি সংকট দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে বৃষ্টি না হওয়ায় কালিশীরি নদীও প্রায় শুকিয়ে গেছে। কিছু জলাশয় এবং বিলের পানি সেচ দিয়ে জমির ফসল কোনমতে রক্ষার চেষ্টা চালাচ্ছেন কৃষকরা। পানির এ সংকটের কারণে বোরো ফসল হুমকির মুখে পড়েছে।
সোমবার দুপুরে গুঙ্গিয়াজুরী হাওরে সরজমিনে দেখা গেছে, বাহুবল উপজেলার সাতকাপন ইউনিয়নের ফতেহপুর, শ্যামপুর, লালপুর, নিদনপুর সহ কয়েকটি গ্রামের কৃষক সেচ যন্ত্রের সাহায্যে জমিগুলোতে পানি দেয়ার চেষ্টা করছেন।
সেচের সাথে জড়িত ফতেহপুর গ্রামের কৃষক ফজলু মিয়া জানান, কালিশীরি নদীর উজানে পানি না থাকায় ভাটি থেকে পাম্পের মাধ্যমে সেচ দিয়ে পানি তোলা হচ্ছে। স্থানীয় বাসিন্দা হাফেজ জোবায়ের আহমদ বলেন, জমিতে পর্যাপ্ত পানি দিতে না পারায় ফসলে বিরূপ প্রভাব দেখা দিয়েছে।
স্নানঘাট ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হক রাহিন বলেন, বিশাল এই হাওরের ফসল রক্ষায় পাশ্ববর্তী গ্রামের মানুষ সেচ যন্ত্রের মাধ্যমে কালিশীরি নদীর ভাটি থেকে পানি উত্তোলন করছেন।