নবীগঞ্জ প্রতিনিধিঃ
নবীগঞ্জ উপজেলার বাউশা ইউনিয়নের দুলচাতল গ্রামে বৃষ্টির পানি নিস্কাশন নিয়ে দু‘পক্ষের সংঘর্ষে মহিলাসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল শনিবার দুপুরে এ রক্তক্ষয়ী সংঘর্ষটি ঘটে। আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ কমপ্লেক্স ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
জানাযায়, বাড়িতে পানি নিস্কাশনের ব্যাবস্থা নিয়ে উপজেলার দুলচাতল গ্রামের মৃত কালাই মিয়ার ছেলে আবু শামা মিয়া (৪২)র সাথে একই বাড়ির আরছব উল্লার ছেলে আব্দুল্লা মিয়া (৬০) বিরোধ চলে আসছিল। গতকাল শনিবার সকালে বৃষ্টি হলে আবু শামা মিয়ার বাড়িতে যেন আব্দুল্লা মিয়ার বাড়ির পানি না যায় এর জন্য নিষেধ করেন। এনিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পরলে আব্দুল্লা মিয়া (৬০)তার স্ত্রী ফুলেছা বেগম (৪৫), তাদের ছেলে আব্দুল মতিন (৩০), ওপর পক্ষের আবু শামা মিয়া (৪২), তার স্ত্রী ছারপুল বেগম, সহিদা বেগমসহ উভয় পক্ষের ১০ জন আহত হন। এর মধ্যে উল্লেখিতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অন্যান্যদের প্রাথমিক ভাবে চিকিৎসা দেওয়া হয়।