নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জঃ সিএনজি চালক সুমন হত্যা মামলার আটক কৃত দুই আসামীকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
শনিবার বিকালে সদর থানার পুলিশ আটককৃতদের কোর্টের মাধ্যমে করাগারে প্রেরণ করা হয়। এবং জিজ্ঞাসা বাদে তাদের সাথে আর কারা ছিল তাদের নাম প্রকাশ করেছে।
গত শুক্রবার গভীর রাতে সদর থানার এস আই চানাউল্লা এর নেতৃত্বে একদল পুলিশ ধুলিখাল গ্রামের আব্দুল মন্নান খানের পুত্র আহাম্মদ খান (২০) ও মশাজান গ্রামের শাহব্দ্দুীন এর পুত্র আফজল মিয়া (২২) কে পাইকপাড়া এলাকা থেকে আটক করে ।
এসময় তাদের সাথে থাকা ছিনতাইকালী জুয়েল মিয়া ও রুবেল মিয়া পালিয়ে যায় ।
পুলিশের জিঞ্জাসা বাদে তারা সিএনজি অটো রিক্সা চালক সুমন হত্যা মামলার সাথে জড়িত থানার কথা শিকার করে।
ওসি নাজিম উদ্দীন জানান, রিমান্ডে এনে জিঞ্জাসাবাদ করলে আরো রহস্য উৎঘাটন করা সম্বব হবে।