বাহার উদ্দিন :
হবিগঞ্জে জেলা পর্যায়ে নাগরিক প্লাটফর্ম গঠন করা হয়েছে। এতে আহবায়ক ইকরামুল ওয়াদুদ-সদস্য সচিব বন্ধু মঙ্গল রায়।
শুক্রবার(২ ফেব্রুয়ারী) বেলা ১০ টায় জাতীয় যুবনীতি ২০১৭ বাস্তবায়নের লক্ষে বেসরকারী উন্নয়ন সংস্থা রুপান্তর এর বাস্তবায়নাধীন আস্থা প্রকল্পের আওতায় জেলা পর্যায়ে নাগরিক প্লাটফর্ম গঠন কল্পে এক সভা বাপা হবিগঞ্জের সভাপতি, বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মোঃ ইকরামুল ওয়াদুদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে স্বাগত বক্তব্য রাখেন রুপান্তর এর সিলেট বিভাগীয় কো- অর্ডিনেটর হাসান তারেক।
প্রকল্পের কর্মকান্ড ও পরিচিতি উপস্থাপন করেন হবিগঞ্জ জেলা সমন্বয়কারী কাজী মফিজুর রহমান।
আলোচনায় অংশ নেন হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ বিশিষ্ট সাহিত্যিক অধ্যাপক জাহান আরা খাতুন, দৈনিক হবিগঞ্জের মুখ পত্রিকার সম্পাদক হারুনুর রশিদ চৌধুরী, দৈনিক হবিগঞ্জ এক্সপ্রেস পত্রিকা সম্পাদক মোঃ ফজলুর রহমান, হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু হাসিব পাবেল খান চৌধুরী, শিশু সংগঠক বাদল রায়,সমাজসেবক ও পরিবেশ কর্মী তোফাজ্জোল সোহেল,সাংস্কৃতিক ব্যক্তিত্ব বন্ধু মঙ্গল রায়,সাংস্কৃতিক ব্যক্তিত্ব বাদল রায়, এডভোকেট শায়লা খান,নাট্য ব্যক্তিত্ব জালাল উদ্দীন রুমি, উন্নয়ন কর্মী চাঁদ সুলতানা চৌধুরী,বাপার যুগ্ম সম্পাদক সিদ্দিকী হারুন,পরিবেশ কর্মী মোঃ বাহার উদ্দিন।
সভায় যুবদের দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ, সামাজিক মূল্যবোধ, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, সন্ত্রাসমুক্ত একটি সহনশীল অহিংস সমাজ গঠন ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে অংশ গ্রহনের মাধ্যমে নেতৃত্ব বিকাশে দক্ষতা বৃদ্ধি করার লক্ষ্যে কাজ করতে যুবদের সঠিক পথে পরিচালনা,আন্তঃ প্রজন্ম সম্পর্ক উন্নয়ন ও পরামর্শক হিসাবে সমাজের সিনিয়র শিক্ষাবিদ,সাংবাদিক, সমাজসেবক, সাংস্কৃতিক ও উন্নয়নকর্মীদের নিয়ে হবিগঞ্জ জেলা পর্যায়ে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ইকরামুল ওয়াদুদ কে আহবায়ক ও বন্ধু মঙ্গল রায় কে সদস্য সচিব করে ৩০( ত্রিশ)সদস্য বিশিষ্ট হবিগঞ্জ জেলা নাগরিক প্লাটফর্ম গঠন করা হয়।