চুনারুঘাট প্রতিনিধি :
চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা রায়হানা অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে জরিমানা ও কারাদণ্ড প্রদান করেছেন।
বুধবার রাত ৯টার দিকে চুনারুঘাট উপজেলার দেওরগাছ ইউনিয়নে ইজারা বহিঃর্ভূত স্থান থেকে বালু উত্তোলনের দায়ে তিনি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা ও ২ জনকে পাঁচ দিনের কারাদণ্ড প্রদান করেন।
বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০ এর ১৫ (১) ধারায় দক্ষিণ দেওরগাছ গ্রামের সালাম মিয়ার ছেলে মারুফ মিয়া হৃদয় (২৬)কে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং একই গ্রামের মৃত বশির মিয়ার ছেলে আব্দুল হামিদ ও মিলন খানের ছেলে কাজল খানকে পাঁচ দিনের কারাদণ্ড প্রদান করেন।
অভিযান পরিচালনাকালে সার্বিক সহযোগিতা করেন, চুনারুঘাট থানা পুলিশের একটি দল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা রায়হানা জানান, অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন। এমন অভিযান অব্যাহত থাকবে।