চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা ছাত্রলীগ ও কলেজ ছাত্রলীগের দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন হয়েছে।
শনিবার সকাল ১১টায় এনামুল হক মোস্তফা শহীদ অডিটরিয়ামে সম্মেলনের উদ্বোধন করেন জেলা ছাত্রলীগের সভাপতি ডাঃ ইশতিয়াক রাজ চৌধুরী।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নাঈম হাসান ও সম্মেলন বক্তা ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ মুকিদুল ইসলাম মুকিত।
উপজেলা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান রিপনের সভাপতিত্বে ও সেক্রেটারি সাইফুল আলম রুবেলের পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেণ চুনারুঘাট-মাধবপুর এলাকার সংসদ সদস্য এডভোকেট মাহবুব আলী।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের, আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আকবর হোসেন জিতু পিপি,সহ-সভাপতি আঃ রশিদ মাষ্টার, ছাত্রলীগ কেন্দ্রী সংসদের সহ-সম্পাদক শাহ আলম, নজরুল ইসলাম, জাকির হোসেন, সাবেক কেন্দ্রীয় সংসদের সহ-সম্পাদক ব্যরিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ কামরুল হাসান, মোতচ্ছিরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, জাকির হোসেন চৌধুরী অসীম, সাবেক সভাপতি মশিউর রহমান শামীম, সাবেক সেক্রেটারি সুলতান মাহমুদ, সাবেক সভাপতি মোস্তফা কামাল রাসেল, সাবেক সেক্রেটারি সাইফুল ইসলাম রানা।
সম্মেলনের প্রথম পর্বের সভায় জেলা ও উপজেলা, আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বিকেলে ২য়পর্বে কাউন্সিল হওয়ার কথা থাকলেও তা হয়নি। কেন্দ্রীয় ও জেলা কমিটি উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদক পদে সম্ভাব্য প্রার্থীদের বায়োডাটা নিয়ে গেছেন। তারা আগামী তিন দিনের মধ্যে কমিটি ঘোষনা করবেন বলে জানা গেছে।