হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জ সদর উপজেলার চানপুর গ্রাম থেকে ৩ সন্তানের জননী আছিয়া খাতুন (৫০) নামে এক নারীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই নারী চাঁনপুর গ্রামের মৃত আব্দুল জব্বারের স্ত্রী।
এঘটনায় নিহতের ছেলে আব্দুল মজিদ ও তার স্ত্রী রিমা আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে লোকড়া ইউনিয়নের চাঁনপুর মাঠের পাশ থেকে মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, ওই নারী বাড়ীতে একা থাকতেন। দুই মেয়ে বিয়ে দেয়ার পর ছেলে আলাদা হয়ে গেছে। সকালে লোকজন জমিতে কাজ করতে যাওয়ার সময় চানপুর মাঠের পাশে রক্তাক্ত অবস্থায় আছিয়ার মরদেহ পড়ে থাকতে দেখেন।
এ সময় স্থানীয় লোকজন সদর থানায় খবর দিলে উপপরিদর্শক (এসআই) মুমিনুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে যান। পরে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, ওই নারী শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের ছেলে আব্দুল মজিদ ও তার স্তী রিমা আক্তারকে জিজ্ঞেসাবাদের জন্য আটক করা হয়েছে।জিজ্ঞেসাবাদ ও ময়না তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।