এস এইচ টিটু,সৌদিআরব থেকে: সৌদিআরবের মক্কা থেকে রিয়াদ আসার পথে হুমায়রা নামক স্থানে সড়ক দুর্ঘটনায় সিলেটের তিন প্রবাসী নিহত হয়েছেন। নিহতরা হলেন রায়হায়ন আহমদ(২৬), মাসুক তালুকদার (৫০) ও মৌলানা নিজাম উদ্দীন (৫৫)। শুক্রবার ফজরের নামাজের পর দুর্ঘটনাটি ঘটে।
মক্কা থেকে রিয়াদ ফেরার পথে রিয়াদ থেকে ৫০০ কিলোমিটার আগে হুমায়রা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন । নিহত রায়হান আহমদের গ্রামের বাড়ির সুনামগঞ্জে,নিহত মাসুক তালুককদারের গ্রামের বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলায় এবং মৌলানা নিজাম উদ্দিনের বাড়ির সিলেটের কানাইঘাটে।
নিহতদের লাশ হুমরায় হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।