আনোয়ার হোসেন মিঠু, নবীগঞ্জ :
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় গ্রীনলাইন বাস ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক জন নিহত হয়েছেন।
রবিবার (২৮ জানুয়ারি) বিকেল ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের বিদ্যুৎ প্ল্যান্ট নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।
নিহত ব্যক্তি উপজেলার কালিয়াভাঙ্গা ইউনিয়নের মথুরাপুর গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে আনোয়ার হোসেন (৫০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট থেকে ঢাকাগামী অজ্ঞাতনামা গ্রীনলাইন বাসটি বিদুৎ প্ল্যান্ট নামক স্থান এলাকায় পৌঁছা মাত্রই বিপরীত দিক থেকে আসা (মৌলভীবাজার – হ – ১১-২৩১৬) মোটর সাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্হলেই মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে শেরপুর হাইওয়ে থানার একদল পুলিশ ঘটনাস্হলে পৌছে লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব দৈনিক শায়েস্তাগঞ্জকে জানান, দুর্ঘটনাকবলিত গ্রীনলাইন বাসটি উদ্ধারের প্রক্রিয়া চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।