বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের বাহুবল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে এলাকাবাসীর সহযোগিতায় ৫ ডাকাতকে আটক করেছে বাহুবল মডেল থানার পুলিশ।
শুক্রবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার আদিত্যপুর নামক স্থানে ঢাকা-সিলেট মহাসড়কের উপর ডাকাতির প্রস্তুতিকালে এলাকাবাসী ও পুলিশের সহযোগিতায় বাহুবল মডেল থানার এসআই নাঈমের নেতৃত্বে একদল পুলিশ তাদের আটক করে।
আটককৃত ডাকাতরা হল বাহুবল উপজেলার অলুয়া (নোয়াগাঁও) গ্রামের মঈনুদ্দিনের ছেলে হাবিবুর রহমান (২২), অলুয়া গ্রামের সাজিদ মিয়ার ছেলে আজিদ মিয়া (২২), শরিয়তপুর জেলার সুখীপুর উপজেলার দক্ষিণচর গ্রামের দুধু মিয়ার ছেলে রানা (২৮), বাহুবল উপজেলার ভেড়াখাল গ্রামের আব্দুল আহাদের ছেলে কামরুল (২৩) ও ফেনী জেলার দাগনভূইয়া উপজেলার বিলপুর গ্রামের মকবুল মিয়ার ছেলে সোহেল ওরপে হানিফ (২৩)।
তাদের কাছ থেকে রড, কয়েকটি দা ছুুড়ি উদ্ধার করা হয়েছে ।
বাহুবল মডেল থানার উপ পরিদর্শক (এসআই) গৌরাঙ্গ বিষয়টি নিশ্চিত করেছেন।