আলী জাবেদ মান্না, নবীগঞ্জ :
নবীগঞ্জে বার্ষিক ওরসে মজা করতে গিয়েছিলেন দুই যুবক। অনুষ্ঠানে চলছে নাচ-গান। সেই উন্মাদনায় গা ভাসিয়েছিলেন অন্যদের পাশাপাশি এ দুজন। কিন্তু সেই নাচই হল জীবনের শেষ নাচ। নাচতে নাচতেই হঠাৎ মাটিতে পড়ে গেলেন তারা।
পরে হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে ঘটনা স্থলেই তাদের মৃত্যু হয়। মৃতরা হলেন নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের কাকুড়া গ্রামের মৃত গেদা মিয়ার পুত্র আব্দুল কালাম(৪০) ও ঘোলডুবা গ্রামের আব্দুল আজিজ(৪২)।
ঘটনাটি ঘটেছে গত(২৫ জানুয়ারি ) বৃহস্পতিবার রাতে ইনাতগঞ্জের কাকড়া গ্রামের মাঠে অনুষ্টিত বার্ষিক ওরসে।জানা যায়, প্রতি বছর কাকুড়া গ্রামে মাঠে নমিসা(র:) ইছালে ছওয়াব উপলক্ষে ১৫৬তম বার্ষিক ওরস অনুষ্টিত হয়।ওরসে দেশের বিভিন্ন জেলা থেকে নাচ গানের জন্য নারী, পুরুষ শিল্পী আনা হয়।
শিল্পী যখন নাচ গান করছিলেন এসময় অন্যদের সাথে উল্লেখিত দুজন নাচ ছিলেন। কিন্ত এ নাচই যে তাদের জীবনের শেষ নাচ হয়তো তাদের জানা ছিলনা। হঠাৎ নাচতে নাচতে মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনা স্থলেই চলে যান না ফেরার দেশে।(২৬ জানুয়ারি ) শুক্রবার নিজ নিজ গ্রামে নামাজে জানাজা শেষে তাদের গ্রাম্য কবরস্থানে দাফন করা হয়েছে।