আকিকুর রহমান রুমন:-
হবিগঞ্জ বানিয়াচং সড়কে ট্রলি গাড়ির ধাক্কায় এক সিএনজি যাত্রী নিহত ও চালকসহ ৫ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে।
২৫জানুয়ার (বৃহস্পতিবার)সন্ধ্যার সময় হবিগঞ্জ-
বানিয়াচং সড়কের সুনারু এলকায় এ দূর্ঘটনার খবর পাওয়া যায়।
ঘটনা সূত্রে জানা যায়, বানিয়াচং থেকে একটি সিএনজি অটোরিকশা ৫জন যাত্রী নিয়ে হবিগঞ্জ যাচ্ছিলো।
এসব যাত্রীদের মধ্যে বানিয়াচং উপজেলা সদরের ১নং উত্তর পূর্ব ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দরগা মহল্লার তাহের মিয়ার স্ত্রী মোছা: জোৎস্না আক্তার(৩৮)ও ছোট্ট মেয়েসহ সাথে আরও দুই যাত্রী ছিলো অটোরিকশা সিএনজিতে।
সিএনজিটি সুনারু গ্রামের নিকট পৌছলে পিছন দিক থেকে আসা একটি ট্রলি গাড়ি ধাক্কা দেয়।এতে সিএনজি থেকে ছিটকে রাস্তায় পড়ে জোৎস্না আক্তার গুরুতর আহত হন। সাথে সাথে তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এবং গাড়ির ড্রাইভার (চালক)সহ বাকি ৪জন আহত হন।
এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ
দেলোয়ার হোসেন জানান, দূর্ঘটনার পর খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থলে কাউকে পায়নাই৷ তবে আমরা শুনছি সিএনজি যাত্রী একজন মহিলা মৃত্যবরণ করেছেন৷