এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট:
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় ৪৫তম সপ্তাহ বিজ্ঞান মেলার সমাপনী পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্প্রতিবার (২৫জানুয়ারি)বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা রায়হানার সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাউছার শোকরানার সঞ্চালনায় উক্ত সমাপনী পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল কাদির লস্কর,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, লুৎফর রহমান মহালদার, পৌর মেয়র সাইফুল আলম রুবেল প্রমুখ।
উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৪ এর ৪৫তম বিজ্ঞান সপ্তাহ দুদিন ব্যাপী মেলার সমাপনী পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তথ্যাবধানে সার্বিকভাবে সহযোগিতা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়।এবারের প্রতিপাদ্য বিজ্ঞান ও প্রযুক্তি,উদ্ভাবনেই সম্মৃদ্ধি।বিজ্ঞানমনস্ক জাতি গঠনে প্রতিশ্রুতিবদ্ধ শেখ হাসিনার দর্শন, সব মানুষের উন্নয়নের আলোকে বিজ্ঞান মেলা ও ৮ম অলিম্পিয়াডের আয়োজন করা হয়েছিল।
এসময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের ক্ষুদে বিজ্ঞানী শিক্ষার্থীগণ বিভিন্ন স্টল তাদের উদ্ভাবনী নিয়ে প্রতিনিধিত্ত্ব করে নিজ নিজ উদ্ভাবনীর উপর পুরুষ্কিত হোন।