প্রেস বিজ্ঞপ্তি :
হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মো. আবু জাহির এমপি বলেছেন বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ।
কারিগরি ও তথ্য প্রযুক্তির জ্ঞান ছাড়া প্রতিযোগিতায় ঠিকে থাকা যাবে না। নারীরা আজ সব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। তথ্য প্রযুক্তির জ্ঞান অর্জনে নারী শিক্ষার্থীদের সচেষ্ট হতে হবে।
জহুর চান বিবি মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা, বিজ্ঞান ও হস্তশিল্প মেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রভাষক মো.শাহীন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শায়েস্তগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার মিতা, ভাইস চেয়ারম্যান গাজীউর রহমান ইমরান।
প্রতিক্রিয়া ব্যক্ত করেন শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস জেমি, গভর্ণিং বডির সদস্য আব্দুল কাদির আসাদ।
এসময় উপস্থিত ছিলেন সাবেক মেয়র মো. ছালেক মিয়া, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা শেখ মুজিবুর রহমান, জেলা পরিষদের সাবেক সদস্য আব্দুল্লাহ সরদার, কলেজের গভর্ণিং বডির দাতা সদস্য মো. ইদ্রিছ মিয়া, অভিভাবক সদস্য ফজলুল হক কাজল, আব্দুল কাদির আসাদ ও সার্জেন্ট(অব) শাহজাহান মিয়া, সাবেক কাউন্সিলর খাইরুল আলম, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুর রকিব, সাধারণ সম্পাদক মইনুল হাসান রতন, সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান আল রিয়াদ,দৈনিক শায়েস্তাগঞ্জ ডটকম এর সম্পাদক সাখাওয়াত হোসেন টিটু সহ কলেজের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, রাজনৈতিক দল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় কলেজ অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন রচিত বাল্য বিয়ে প্রতিরোধ সংক্রান্ত নাটিকা ‘কলির বিয়ে’ উপভোগ করেন অতিথিবৃন্দ।
১৬টি ইভেন্টে কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীগণ তিনদিনের এ বার্ষিক অনুষ্ঠানে অংশ নেন। প্রধান অতিথি বিজ্ঞান ও হস্তশিল্প মেলার ১৫টি স্টল ঘুরে দেখেন এবং ক্ষুদে বিজ্ঞানী ও শিল্পীদের সাথে প্রদর্শীত প্রকল্প নিয়ে কথা বলেন।
বিজয়ীদের হাতে অতিথিবৃন্দ পুরস্কার তুলেন দেন। প্রধান অতিথি কলেজে ডিগ্রি ও অনার্স কোর্স চালু, নতুন ভবন নির্মাণ, মাঠ ভরাট এবং শহীদ মিনার নির্মাণের ব্যাপারে আশ্বাস প্রদান করেন।
অতিথিবৃন্দ কলেজের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ আব্দুল কবিরের প্রশংসা করে বলেন হবিগঞ্জের দক্ষিণাঞ্চলে নারী শিক্ষার দ্বার উন্মুক্ত করতে বলিষ্ঠ ভূমিকা রাখেন। তাঁর স্বপ্ন বাস্তবায়নে সঠিকভাবে পড়াশুনা করে ভালো ছাত্রী হবার পাশাপাশি ভালো মানুষ হতে হবে সবাইকে। সাহস নিয়ে এগিয়ে যেতে হবে। সহযোগিতার জন্য সরকার রয়েছে নারীদের পাশে।