নিজস্ব প্রতিবেদক :
শায়েস্তাগঞ্জ উপজেলায় নছরতপুর (NPL) প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
২৩ জানুয়ারি মঙ্গলবার বিকালে বৈরাগী ক্লাবের আয়োজনে নছরতপুর রেল লাইন সংগলগ্ন মাঠে এ টুর্নামেন্ট এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্ট এর উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নূরপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ফজলুল করিম।
নছরতপুর গ্রামের বিশিষ্ট মুরুব্বি আইয়ুব আলী সরদারের সভাপতিত্বে ও ফজল মিয়ার পরিচালনায় ফাইনাল খেলায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোঃ শামীম আনোয়ার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – যুক্তরাজ্য প্রবাসী,নূরপুর গ্রামের কৃতি সন্তান এডভোকেট মীর গোলাম মোস্তফা, জেলা পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ ফরহাদ, নূরপুর গ্রামের বিশিষ্ট মুরুব্বি গোলাম মুক্তাদির মাসুদ,বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্দুল মালেক টিপন,বিশিষ্ট মুরুব্বি বাচ্চু মিয়া,এম এ মালেক,আজদু মিয়া,অলি হোসেন লেচু,আরিফ হোসেন খোকন, রাকিবুল হোসেন সান্টু,সাংবাদিক এস এইচ টিটু, শামীম আহমেদ, ফারুক মিয়া,মকসুদ মিয়া, কবির মিয়া প্রমুখ।
ক্রিকেট টুর্নামেন্টে তাকরিম একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
ফাইনাল খেলায় তাকরিম একাদশ ৮ উইকেটে তানভীর সৃতি স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে তানভীর সৃতি স্পোর্টিং ক্লাব নির্ধারিত ১২ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৫ রান সংগ্রহ করে।
টুর্ণামেন্টের ফাইনাল খেলায় তাকরিম একাদশের বাবু ব্যক্তিগত ৭০ রান করে ম্যান অফ দ্যা ম্যাচ ও ম্যান অফ দা টুর্নামেন্ট নির্বাচিত হয়।
পরিশেষে আগত অতিথিরা এত সুন্দর একটি টুর্নামেন্টের আয়োজন করার জন্য পরিচালনা কমিটির সদস্যবৃন্দকে ধন্যবাদ জানান।