প্রেস বিজ্ঞপ্তি :
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের জহুর চান বিবি মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া,- সাংস্কৃতিক প্রতিযোগিতা, বিজ্ঞান ও হস্তশিল্পমেলা উদ্বোধন করা হয়েছে।
রবিবার কলেজ মাঠে তিন দিনের উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে অনুষ্ঠান উদ্বোধন করেন শায়েস্তগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার মিতা, ভাইস চেয়ারম্যান গাজীউর রহমান ইমরান।
কলেজ অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রভাষক মুহাম্মদ মুহিউদ্দিন ও শাহিন মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সাবেক সদস্য আব্দুল্লাহ সরদার, কলেজের গভর্ণিং বডির সদস্য ফজলুল হক কাজল, আব্দুল কাদির আসাদ, ফারুক মিয়া ও সার্জেন্ট(অব) শাহজাহান মিয়া।
১৬টি ইভেন্টে কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীগণ তিনদিনের এ বার্ষিক অনুষ্ঠানে অংশ নিচ্ছেন।
অতিথিবৃন্দ বক্তব্যে বলেন, খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকান্ড, বিজ্ঞান চর্চা, হস্তশিল্প সকল ক্ষেত্রেই নারীরা আজ এগিয়ে যাচ্ছে। সঠিকভাবে পড়াশুনা করে ভালো ছাত্রী হবার পাশাপাশি ভালো মানুষ হতে হবে সবাইকে। সাহস নিয়ে এগিয়ে যেতে হবে। সহযোগিতার জন্য সরকার রয়েছে নারীদের পাশে।