নিজস্ব প্রতিনিধি :
আগামী দিনের স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সেভাবে তৈরী করতে হবে বলে মন্তব্য করেছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির।
সোমবার (২২ জানুয়ারী) দুপুরে শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদরাসায় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও দাখিল পরীক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে সংসদ সদস্য বলেন, “আগামীর বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। তাই স্মার্ট বাংলাদেশ গড়তে তোমাদের ভূমিকা অপরিসীম; এখন তোমাদের সময়।”
“বিশ্বে নতুন নতুন প্রযুক্তি আসছে। তাই বিশ্ব বাজারে টিকে থাকতে হলে স্মার্ট নাগরিক হতে হবে। সেজন্যে শিক্ষার্থীদের আগ্রহ থাকতে হবে। তা না হলে আমরা এ প্রযুক্তির বিশ্বে পিছিয়ে পড়ব। প্রযুক্তিতে আমরা পিছিয়ে থাকতে চাই না।”
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের বইয়ের পরিবর্তে ল্যাপটপ ও ট্যাব তুলে দিচ্ছেন জানিয়ে এমপি আবু জাহির মাদরাসায় দ্বীনি শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমকে আরও তরান্বিত করতে সংশ্লিষ্টদের প্রতি জোর আহবান জানিয়েছেন।
অনুষ্ঠানে মাদরাসা ম্যানেজিং কমিটির সভাপতি এডভোকেট এম আকবর হোসেইন জিতুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার মিতা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গাজিউর রহমান ইমরান, সাবেক পৌর মেয়র মোঃ ছালেক মিয়া, সাবেক জেলা পরিষদ সদস্য আব্দুল্লাহ সরদার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি মোঃ শাহজাহান, সদস্য আব্দুল হক, সদস্য সৈয়দ মাহমুদুর রেজা হারুন, সদস্য মুফতি আহম্মদ কবির,শায়েস্তাগঞ্জ উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি কামরুজ্জামান আল রিয়াদ, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল হক রেনু, প্রচার ও প্রকাশনা সম্পাদক এম শামীম চৌধুরী প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা শাহাব উদ্দিন এবং অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন প্রভাষক আব্দুস সালাম।
পরে এমপি আবু জাহির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী এবং মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এছাড়া দাখিল পরীক্ষার্থীদের হাতে উপহার তুলে দেওয়া হয়।