নিজস্ব প্রতিবেদক :
হবিগঞ্জ সদর-লাখাই- শায়েস্তাগঞ্জ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট আবু জাহির টানা ৪র্থবারের মত সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সৌজন্য সাক্ষাত ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
২১ জানুয়ারি রবিবার রাতে এমপি আবু জাহিরের বাস ভবনে এ শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন-নূরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, ম্যানেজিং কমিটির শিক্ষানুরাগী সদস্য সাংবাদিক সাখাওয়াত হোসেন টিটু,অভিভাবক সদস্য আব্দুল কাদির আসাদ, আব্দুল মন্নাফ, জাকির আলী, মীর সুয়েল,সহকারী শিক্ষক মোঃ বদরুজ্জামান,মোঃ নজরুল ইসলাম প্রমুখ।
এসময় তাদের বিভিন্ন দাবীর কথা জানান স্কুলের কমিটি ও শিক্ষকবৃন্দ।