শেখ মোঃ হারুনুর রশিদ,চুনারুঘাট :
দেশের জনপ্রিয় ফুটবল একাডেমি “ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি’র ২০২৪ ইং সনের কমিটি গঠন করা হয়েছে।
রবিবার(২১জানুয়ারী) উক্ত কমিটি ঘোষণা করেন একাডেমির প্রতিষ্ঠাতা হবিগঞ্জ-৪(চুনারুঘাট-মাধবপুর) নির্বাচনী এলাকার নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।
ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির আংশিক কমিটিতে এস এম শফিকুর রহমান সোহাগকে চেয়ারম্যান,মোঃ আল মোমিন কাউছার জমাদারকে সাধারন সম্পাদক ও মোঃ সম্রাট মিয়াকে ম্যানাজার নির্বাচিত করে আগামী এক বছরের জন্য উক্ত কমিটি ঘোষণা করা হয়।
উল্লেখ্য, হবিগঞ্জ-৪(চুনারুঘাট-মাধবপুর)-এর নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন দেশের নিস্তেজ হয়ে পড়া ফুটবলে সতেজতা ফিরিয়ে আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দেশের ফুটবলকে এগিয়ে নেয়ার জন্য নিজ নামে গড়েছেন ফুটবল একাডেমি।
তার প্রতিষ্ঠিত ফুটবল একাডেমি দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতেও প্রীতি ফুটবল ম্যাচ খেলে সুনামের সাথে বেশ খ্যাতি অর্জন করেছে। ইতোমধ্যেই তার ফুটবল একাডেমির তিনজন খেলোয়াড় ফুটবলের রাজা নামে খ্যাত দেশ ব্রাজিলে গিয়ে খেলার সুযোগ পেয়েছে।
‘ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি’তে এ’বি ও সি টিমে প্রায় শতাধিক ফুটবল খেলোয়াড় খেলছে ও প্রশিক্ষণ নিচ্ছে। তিনি আশাবাদী পিছিয়ে পড়া দেশের ফুটবল একদিন এগিয়ে যাবে বহুদূর।