বানিয়াচঙ্গ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের বানিয়াচঙ্গ উপজেলার আলমপুর গ্রামে গলায় ফাঁস লাগিয়ে রুজিনা (১৭) নামে এক বাক প্রতিবন্ধি কিশোরী আত্মহত্যা করেছে।
সে ওই গ্রামের আমির আলীর কন্যা।
এ ঘটনায় শুক্রবার (১০ জুলাই) দুপুরে বানিয়াচং থানা পুলিশ কিশোরীর ঝুলন্তলাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরন করে।
পুলিশ ও নিহত সূত্র জানায়, শুক্রবার সকাল ১০টায় রুজিনা বেগম সকলের অগোচরে তার বসত ঘরে ফ্যানের সাথে গলায় ওড়না পেছিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পরিবারের লোকজন ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পায়।
খবর পেয়ে বানিয়াচঙ্গ থানার এস আই হাবিবুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ রুজিনার লাশ উদ্ধার করে। পরে বিকেল ৩ টায় লাশের ময়না তদন্তের রিপোর্ট তৈরী করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরন করে বানিয়াচঙ্গ থানা পুলিশ। তবে কি কারনে সে আত্মহত্যা করেছে সে খবর জানা যায়নি।