দৈনিক শায়েস্তাগঞ্জ ডেস্ক :
আলহাজ্ব এডভোকেট আবু জাহির টানা ৪র্থবারের মত হবিগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
শনিবার রাতে এমপি আবু জাহিরের বাস ভবনে এ শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মোঃ আব্দুর রকিব, সাবেক সভাপতি মোঃ সমুজ আলী আহমেদ, এডভোকেট হুমায়ুন কবির সৈকত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গাজিউর রহমান ইমরান, প্রেসক্লাবের আজীবন সদস্য এডভোকেট মীর গোলাম মোস্তফা, সহ-সভাপতি এডভোকেট আব্দুল হালিম তালুকদার, সাবেক সহ সভাপতি সমিরণ চক্রবর্তী শঙ্কু, সাধারণ সম্পাদক মইনুল হাসান রতন, সাবেক সাধারণ সম্পাদক জালাল উদ্দিন রুমি, হারুন সাঁই, কামরুজ্জামান আল রিয়াদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হক রেনু, প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট শামীম চৌধুরী, সদস্য শাখাওয়াত হোসেন টিটু, এডভোকেট সাইফুর রহমান ফয়সাল প্রমুখ।